
মোঃ জসিম মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর আওতায় পৃথক অভিযানে এক ইউপি চেয়ারম্যানসহ দুইজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদালুর রহমান আব্দাল। সোমবার (১২ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশের একটি দল তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।অপরদিকে, একই দিনে বিকেল আনুমানিক ৪টার দিকে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি কাহহার মিয়াকে আটক করে পুলিশ। তিনি রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কাহহার মিয়া ও চেয়ারম্যান আবদালুর রহমান আব্দাল দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দাপট দেখিয়ে চলতেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর অন্যায়, নিপীড়ন ও হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।চুনারুঘাট থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।