বিশেষ প্রতিনিধি বরগুনাঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বরগুনা জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে সৈয়দ ফজলুল হক কলেজ। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজটির অধ্যক্ষ জনাব জিয়াউল করিম। এই গৌরবজনক অর্জনে অধ্যক্ষ জিয়াউল করিম ও সৈয়দ ফজলুল হক কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক সংগঠন স্বপ্নযাত্রি একতা ফাউন্ডেশন।সংগঠনটির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান এক শুভেচ্ছা বার্তায় বলেন,জাতীয় শিক্ষা সপ্তাহে বরগুনা জেলা থেকে সৈয়দ ফজলুল হক কলেজের এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। অধ্যক্ষ জিয়াউল করিমের দক্ষ নেতৃত্ব, নিষ্ঠা ও শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির ফলেই প্রতিষ্ঠানটি আজ এই মর্যাদায় অধিষ্ঠিত। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলার জন্য সম্মানের।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম বলেন,শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে সৈয়দ ফজলুল হক কলেজের অবদান প্রশংসনীয়। অধ্যক্ষ জিয়াউল করিমের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও আরও সফলতা কামনা করি।স্বপ্নযাত্রি একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়,এই স্বীকৃতি বরগুনা জেলার শিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও মানোন্নয়নে আরও উৎসাহিত করবে।তথ্যসূত্র: জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, বরগুনা।