
মোঃ রেজাউল ইসলাম_বরগুনা প্রতিনিধিঃ
সৈকতঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের জেলা বরগুনায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী ও অনুপ্রেরণামূলক সংগঠন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-এর গৌরবময় ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার বিকাল ৪টায় ভার্চুয়ালি গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ও প্রবাসী প্রতিনিধিসহ দেশের বিভিন্ন প্রান্তের সদস্যরা অংশগ্রহণ করেন। কেক কাটার মধ্য দিয়ে আয়োজনটিকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তোলা হয়,অনুষ্ঠানে প্রধান আলোচনায় বক্তারা বলেন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আজ তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণার নাম। আত্মনির্ভরশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়—এমন একটি সময়োপযোগী ও স্বপ্নবাজ ফাউন্ডেশন উপহার দেওয়ার জন্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান শুভ (জেলা প্রতিনিধি বরগুনা ও বরিশাল বিভাগীয় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর) মোঃ মাসুদ রানা (কান্ট্রি অ্যাম্বাসেডর, দুবাই ও মডারেটর)মোঃ রফিকুল ইসলাম খোকন (কান্ট্রি অ্যাম্বাসেডর, সৌদি আরব) মোঃ খোকন গাজি, সাবিনা ইয়াসমিন ও কেয়া মনি জেলা প্রতিনিধি, বরগুনা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত কোর ভলান্টিয়ার ও মডারেটরমোঃ মাসুদুজ্জামান, জহির জয়, হাসান আল মামুন, মোহাম্মদ আব্দুল মুজাহিদ, হামিদা রহমান এবং জাহাঙ্গীর আলম।এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি ভলান্টিয়ার এবং আজীবন সদস্য ভাই-বোনেরা।সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, অনুপ্রেরণামূলক ও স্মরণীয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐক্য, ভালোবাসা ও স্বপ্ন নির্মাণের অঙ্গীকারে আগামীতেও এগিয়ে যাবে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।