
নিজেস্ব প্রতিনিধি_রবিউল হুসেনঃ
নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড়_ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের স্থানীয় বাসিন্দা সামাজিক ও শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী লিংকন মিয়ার ছেলে সাংবাদিক মাহফুজ মিয়া তিনি ২০ ডিসেম্বর ২০০০ ইং তারিখে পৈত্রিক ভিটায় জন্মগ্রহণ করেন, মাতা হামিদা বেগম গৃহিণী সাংবাদিক মাহফুজ মিয়া ছাত্র জীবন থেকে কবিতা কাব্য ও কলাম লেখা আমার খুবই ভালো লাগতো সেজন্য আমি ১০ মার্চ ২০ ইং থাকে অনলাইন পত্রিকায় লেখালেখি শুরু করি বর্তমানে আমি বাংলাদেশ মফস্বল সোসাইটি সোসাইটি সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক, জাতীয় জনতার অনলাইন প্রেসক্লাব (সিনিয়র সদস্য) জাতীয় দৈনিক মুক্তা লোক পত্রিকায় (বিশেষ প্রতিনিধি) দৈনিক ক্রাইম তালাশ পত্রিকায় (বিশেষ প্রতিনিধ) এবং দৈনিক ইনাতগঞ্জের ডাক (প্রধান সম্পাদক) দায়িত্ব পালন করে আসছি।
আমি সাংবাদিক পেশাকে নেশা মনে করি গত তিন বছর পর্বে কর্মের প্রয়োজনে আরবআমিরাতের ওমান দেশের মাসকার্ট শহরে কাজের জন্য চলে আসি, বর্তমানে আমি ওমান প্রবাসে থাকা অবস্থায় বিভিন্ন অনলাইন প্রিন্ট মিডিয়া আইপি চ্যানেল সহ আমার নিজস্ব পত্রিকা পরিচালনা করি।আজ আমার জীবনের বিশেষ দিনে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলুক তরুণ সাংবাদিকতা। বিজয়ের মাসের শুভেচ্ছা ও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা”