নিজেস্ব প্রতিনিধি_রবিউল হুসেনঃ
নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড়_ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের মাস্টার লিংকন মিয়া (দর্জি ও কাপড় ব্যবসায়ী) ছেলে সাংবাদিক মাহফুজ মিয়া তিনি ২০ ডিসেম্বর ২০০০ ইং তারিখে পৈত্রিক ভিটায় জন্মগ্রহণ করেন, মাতা হাসিনা বেগম গৃহিণী সাংবাদিক মাহফুজ মিয়া ছাত্র জীবন থেকে কবিতা কাব্য ও কলাম লেখা আমার খুবই ভালো লাগতো সেজন্য আমি ১০ মার্চ ২০ ইং থাকে অনলাইন পত্রিকায় লেখালেখি শুরু করি বর্তমানে আমি বাংলাদেশ মফস্বল সোসাইটি সোসাইটি সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক, জাতীয় জনতার অনলাইন ফ্রেন্ডস ক্লাব (সিনিয়র সদস্য) জাতীয় দৈনিক মুক্তা লোক (বিশেষ প্রতিনিধি) ও দৈনিক ক্রাইম তালাশ ও দৈনিক ইনাতগঞ্জের ডাক (প্রধান সম্পাদক) দায়িত্ব পালন করে আসছি, সাংবাদিকতাকে আমি পেশা ও আমার নেশা মনে করি গত তিন বছর পর্বে ওমান প্রবাসী চলে আসি। বর্তমানে আমি ওমান থেকে বিভিন্ন অনলাইন প্রিন্ট হওয়া আমার নিজস্ব পত্রিকা পরিচালনা করি।
আজ আমার জীবনের বিশেষ দিনেস্মরণ করি মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলুক তরুণ সাংবাদিকতা। বিজয়ের মাসের শুভেচ্ছা ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা" এবং মহান সৃষ্টি কর্তার অশেষ কৃতজ্ঞতা জানাই যেই দম্পতির মাধ্যমে যারা হলেন আমার মা-বাবা যাদের কারণে আমি পৃথিবীর আলো বাতাস এবং ছোট্ট শিশু থেকে আজ ২৬ বছর পর্যন্ত আমাকে পরি পূর্ণভাবে আর্থিক সামাজিক শিক্ষায় পরিপূর্ণতা দিয়ে গত তিন বছর পূর্বে ওমান প্রবাসে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছেন, আপনি আমার মা বাবার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ যেন উনাদের সব সময় সুস্থ রাখেন এবং আমি যেন সবসময় আমাদের দেখাশোনা করতে পারি। পরিশেষে সাংবাদিক মাহফুজুর রহমান বলেন দেশ কর্মরত সাংবাদিক ভাই-বোন সহ দেশ বিদেশে অবস্থানরত ভাই-বন্ধু কি ওজন সবাইকে বিজয়ের মাসে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বাংলাদেশের সকল শহীদের প্রতি "বিনম্র শ্রদ্ধা" জানাই!