নিজস্ব প্রতিনিধি আব্দুল_কাইয়ুমঃ
নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের পরিদ্র সরকার (৪০) নিজ বাড়িতে সুপারী পড়তে গিয়ে সুপারী গাছ থেকে পাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন পরিদ্র সরকার, গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুমানিক বিকেল ৫:৩০ মিনিটের দিকে পরিদ্র সরকার নিজ বাড়ির সুপারী গাছে সুপারী পারতে গাছে উঠেছিলেন।
এ সময় অসাবধান বশত বিদ্যুৎ লাইনের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে তাহাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লোকজন উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাহার মৃত্যু হয়। নিহত পরিদ্র সরকার নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের বানিয়াপাতা গ্রামের মৃত উপিন্দ্র সরকারের ছেলে নিহত পরিদ্র সরকার ৪ সন্তানের জনক ছিলেন।