আব্দুল কাইয়ুম_নিজেস্ব প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার ইসরাত ফুড (বেকারি) তে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের অভিযোগে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজারে এক ইসরাত ফুড (বেকারি) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোবাইল কোট এর মাধ্যমে ।গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম। অভিযান চলাকালে দেখা যায় ‘ইসরাত ফুড’ নামের বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করছে।পণ্যের প্যাকেটে লেবেল ও মেয়াদ উল্লেখ নেই, মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়া’ ও ফুড কালার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী বেকারির মালিক মোঃ সুমন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনা স্থলেই জরিমানা অর্থ আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম বলেন,“অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।” স্থানীয় প্রশাসন
জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হাট- বাজারে নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে।