আব্দুল কাইয়ুম নবীগঞ্জ প্রতিনিধিঃ
ইনাতগঞ্জ পূর্ব বাজার স্টিলের ব্রিজ দিয়ে চলাচলে খুবই ঝুঁকিপূর্ব এই ব্রীজ দিয়ে জগন্নাথপুরসুনামগঞ্জ ও অপরদিকে সিলেটঢাকা মহাসড় যাতায়াতের একমাত্র মাধ্যম এই ব্রীজটি যাহা বিবিয়ানা নদীর উপরে অবস্থিত, বর্তমানে এই ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।ব্রীজটির মাঝখানের প্লেইট গুলোতে জং ধরায় ভঙ্গে পড়তে শুরু করেছে, নাটবল্টু অনেক জায়গায় নেই এবং ব্রীজ এর মধ্যেখানে বেশ বড় বড় কয়েকটি ছিদ্র হয়ে গিয়েছে এই অবস্থায় ব্রীজ দিয়ে চলাচলের ঝুঁকিপূর্ণ ও দূর্ঘটনার সম্ভাবনা আছে বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী, এ দিকে কয়েক দিন পরপর স্থানীয় এলাকার যুবক একের পর এক ফেইসবুকে লাইভ এ এসে স্থানীয় প্রশাসন,সুশীল সমাজসহ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজিক সংগঠনগুলোকে ব্রীজটি পুর্ণ নির্মাণের জন্য আহ্বান জানান।
কিন্তু আজও পর্যন্ত কারো নজরে আসেন, এই ব্রীজটি অনেক পুরনো প্রতি বছর আংশিক মেরামত করা হয়, ব্রীজের স্টিলের প্লেট, গার্ড লক এবং অন্যান্য কাঠামোগত জং ধরে ক্ষয় হয়ে গেছে। ফলে ব্রীজেটি স্বাভাবিক হতো ধারণ ক্ষমতা অনেকাংশে বহন করতে পারে না।বিশেষ করে বড় ট্রাক, লরি ও ভারী যানবাহন চলাচলে ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ। দিন দিন খারাপ হচ্ছে ব্রীজের অবস্থা, অসুবিধা হচ্ছে ব্রীজ পারাপারে, সতর্ক না হলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি। ব্রীজটি ইনাতগঞ্জ ও ঢাকা- সিলেট, জগন্নাথপুর,সুনামগঞ্জ মহাসড়কের মধ্যে দিয়ে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ সংযোগ ব্যবস্থাপনা হওয়ায় এটি সচল রাখা এলাকাবাসীর দাবি, এলাকাবাসী দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই ব্রীজটি নির্মাণে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলা প্রশাসক সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।