স্টাফ রিপোর্টার.. রেজাউল ইসলামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাসু) নির্বাচনের ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের ছাত্রত্ব বাতিল না করার দাবি জানিয়েছেন ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজাউল ইসলাম।কে এই জালাল কক্সবাজার জেলার পেকুয়া থানার সবুজপাড়া গ্রামের মৃত্যু হাসান আলীর ছেলে।
১৯৯৪ সালে বাবা মারা যায় এরপর কয়েক বছর পরে মা মার যায়। জালাল আহমেদ একজন মেধাবী ছাত্র ; তারা ৬ ভাই ১ বোন। দুই ভাই ব্যবসা করেন ১ ভাই কৃষি কাজ করেন,১ ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ ভাই তিতুমীর কলেজে এবং জালাল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। সুপরিকল্পিতভাবে জ্বালাময়ী জালাল কে ফাঁসানো হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সানী হয়েছে এখন বৈষম্য বিরোধী ছাত্র নেতা। পূর্ব পরিকল্পিত ভাবে গত কাল রাত ১২.৫০ টার দিকে রুমমেট রবিউল জালালের উপর হামলা চালায়; পরবর্তীতে উল্টো জালালের উপর দোষ চাপায়। ভিডিওতে যারা জালাল কে কিল ঘুষি মারছে তাদের কে চিন্হিত করে শাস্তি দাবি করছি। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কিভাবে জানল মব সৃষ্টি করছে। বিষয়টির সুস্থ তদন্ত দাবি করছি।গতকাল মহসীন হলের ঘটনা কি দুজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত? তদন্ত ছাড়া জালালের ভিপি প্রার্থিতা করার সুযোগ বাতিল করা যাবে না। গতকাল কেন পুলিশের উপস্থিতিতে তার ওপর মব সৃষ্টি করা হলো? সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করতে পারত। কিন্তু যেভাবে তার ওপর মব সৃষ্টি করেছে, তা নিন্দনীয়।তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, জালালের সংগ্রাম সম্পর্কে জানুন।
তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করুন। দোষী হলে শাস্তি দিন, কিন্তু ছাত্রত্ব বাতিল করবেন না। খোঁজ নিয়ে দেখতে পারেন, সে গুমের শিকার হয়ে জিহ্বায় ইলেকট্রিক শকের কারণে মেন্টা লি ট্রমাটাইজড।’