ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুর উপজেলায় মোঃ জনি হোসেন (৩২), এর নামে এক কৃষকের পটল ক্ষেতের সব গাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জনি উপজেলার মৌগাছী ইউপির মৌগাছী গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে। ঘটনাটি ঘটে রবিবার (০৩ আগস্ট) সকালে উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়নের একবারপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান,এই গ্রামের বাড়ির পাশের উঁচু প্রায় ৪৮ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করে সংসার চলে কৃষক জনির চলতি মৌসুমে ওই জমিতে পটল চাষ করেন তিনি। পটল গাছে পুরো মাচায় ছড়িয়ে পড়েছে। ধরেছে ফুল ও ফল। পটলের বাজারজাতও শুরু করেছেন জনি। প্রতিদিনই পরিচর্যা করেন তার পটল ক্ষেতের। রবিবার সকাল সাড়ে ৬ টায়, ক্ষেতে গিয়ে দেখতে পান পটলের সব গাছ এড়ে ও মরে যাচ্ছে। পরে দেখেন মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেউ শত্রুতা বশত কেটে দিয়েছে। দুই দাগে ৪৮ শতাংশ জমির প্রায় ৩৩ থেকে ৪০ শতাংশ পটল গাছের সবগুলো কেটে দিয়ে দুর্বৃত্তরা।স্থানীয়দের দাবি, পটল ক্ষেতে গাছ গুলো কেটে দিতে ন্যূনতম এক ঘণ্টার বেশি সময় লাগার কথা। কেউ শত্রুতা বশত এই কাজ করতে পারে। অনেকের ধারনা মাদকসেবীরা এ কাজ করতে পারে বলে দাবি করছেন। অবশ্য কৃষক জনির তেমন কোনো শত্রু নেই এলাকায়।
এ বিষয়ে কৃষক জনি বলেন, সন্তানের মতই পটল ক্ষেতে যত্ন করতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বাজারে বিক্রিও শুরু করেছি। এমন ফল ধরা ক্ষেতের কে যে এত বড় ক্ষতি করল। পটল গাছ নয়, যেন আমার গলায় ছুরি চালিয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই। এতে আমার পটল গাছ তুলে প্রায় ৩০০০০০/-(তিন লক্ষ) টাকার ক্ষতি সাধন করেছে। আমি এ বিষয়ে মোহনপুর থানায় সন্দেহ মুলক একজনের নামে অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান সাংবাদিকের প্রশ্ন জবাবে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।