1. news@dainikinatganjerdak.com : দৈনিক ইনাতগঞ্জের ডাক 🌍 : দৈনিক ইনাতগঞ্জের ডাক 🌍
  2. info@www.dainikinatganjerdak.com : দৈনিক ইনাতগঞ্জের ডাক :
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদ্রাসার জমি বিক্রির অভিযোগে সভাপতি-সুপারের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ  মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে ধানের শীষ  প্রতীকে চমক দেখাতে চান আলী আকবর চৌধুরী  নবীগঞ্জের ৭ নং করগাঁও ইউ/পি মেম্বার বদরুজ্জামান আপন ভাই বোনেকে প্রতিবন্ধী ও ভূমিহীন দেখিয়ে ভাতা গ্রহণের অভিযোগ বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ইনাতগঞ্জ পূর্ব বাজার স্টিলের ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ_দুর্ঘটনার আশংকা নবীগঞ্জের_সিলেট মহাসড়কে বাস চাপায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু শেরপুর জেলার শ্রীবরর্দীতে বিজিবির অভিযানে বিদেশী মদ উদ্ধার সিলেটের শেরপুর সেতু ধসে পড়ার আশঙ্কা অবৈধ বালু উত্তোলনে  বাহুবল উপজেলার রশিদপুরে কুপ সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জে প্রতারণার শিকার ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি অভিযুক্তের হুমকির অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

জসিম চুনারুঘাট প্রতিনিধিঃ

গত ২৪ জুলাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক ব্যবসায়ী তার মোটরসাইকেল চুরির অভিযোগ তুলে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। অভিযোগ অনুযায়ী, এক আত্মীয়ের ছলনায় তার বাহনটি চুরি হয়ে যায় এবং পরবর্তীতে তা কাটাছেঁড়া অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং মোটরসাইকেলের কাগজপত্র ফেরত দেওয়ার নামে টাকা দাবি করছেন বলে জানা গেছে।অভিযোগকারী মোঃ রোমান আহমদ (৩৮) চুনারুঘাটের শানখলা ইউনিয়নের দেউন্দি বস্তির বাসিন্দা। তিনি জানান, তার নিজ নামে নিবন্ধিত একটি বাজে পুলসার ১৫০সিসি মোটরসাইকেল (রেজি: হবিগঞ্জ-ল-১১-১৪০৩) গত ২২ জুলাই বিকালে চুরি হয়। ওইদিন তার ছোট ভাই মোঃ রাসেল আহমেদ মোটরসাইকেলটি নিয়ে লস্করপুর চা-বাগানে যান। সেখানে থাকাকালীন অভিযুক্ত মোঃ সাদ্দাম মিয়া (৩৪) রাসেলের ফোন করে তাকে চান্দপুর বাগান থেকে বদরগাজী যাওয়ার জন্য অনুরোধ করেন। রাসেল তাকে সহযোগিতা করতে গেলে সাদ্দাম মিয়া বেগমখান চা-বাগানে গাড়ি থামানোর কথা বলে এবং একটি অজুহাত দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে চলে যান।

রাত ১১:৪৫টা পর্যন্ত অপেক্ষা করেও রাসেল সাদ্দাম মিয়ার কোনো খোঁজ না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজাখুঁজি শুরু হয়। পরদিন (২৩ জুলাই) রাত ৯টায় দেওরগাছের একটি ধানখেতে মোটরসাইকেলটি কাটাছেঁড়া ও যন্ত্রাংশ খুলে নেওয়া অবস্থায় পাওয়া যায়। তবে গাড়ির রেজিস্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা যায়নি।রোমান আহমদ জানান, সাদ্দাম মিয়া তাকে ফোন করে গাড়ির কাগজপত্র ফেরত দেওয়ার নামে ১০ হাজার টাকা দাবি করেছে। এছাড়া, সাদ্দাম মিয়া স্থানীয় দুই সাক্ষী মোঃ আজিজুর রহমান জসিম ও মোঃ সুজন মিয়াকে হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। রোমান দাবি করেন, সাদ্দাম মিয়ার বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে, কিন্তু তিনি এখনও আইনের হাত থেকে অব্যাহতি পেয়েছেন।ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, সাদ্দাম মিয়ার এমন কর্মকাণ্ড আগেও ঘটেছে, কিন্তু প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোমান আহমদ প্রশাসনের কাছে তার মোটরসাইকেল ফেরত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকির শিকার হওয়ায় নিরাপত্তার জন্যও আবেদন করেছেন। হবিগঞ্জের চুনারুঘাটে এ ধরনের ঘটনা নতুন নয়, কিন্তু প্রতিকার না পাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তকে বিচারের আওতায় আনা এখন সকলের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক ইনাতগঞ্জের ডাক-২০২৫। আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট