বাদল আহমেদ নবীগঞ্জঃ
নবীগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে এক বর্ণাঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নবীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজের সভাপতি ইছমত আহমদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ কায়সার আহমেদ।মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সমানভাবে মেধাবী। অথচ তাদের বঞ্চিত রাখা হচ্ছে সরকারি বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে। এটি বৈষম্যমূলক এবং শিক্ষার ন্যায্যতার পরিপন্থী। আমরা চাই সকল শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন:সিনিয়র সভাপতি: হাফেজ আতাউর রহমান,সহ-সভাপতি: নুর উদ্দিন,সাংগঠনিক সম্পাদক: মাহবুব মোহন,ধর্ম সম্পাদক: জাহাঙ্গীর আলম শিক্ষকবৃন্দ: লালন, নিলীফা আক্তার, নচিরা বেগম, শোয়েবুর রহমান, কুহিনূর আক্তার, তাজুল ইসলাম, শিবু চক্রবর্তী,সহকারী অধ্যাপক: তালুকদার ইকবাল বাহার,প্রধান শিক্ষক: কাঞ্চন বনিক,অভিভাবক প্রতিনিধি: কামরান আহমেদ,এছাড়াও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শত শত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর প্রদান করা হয়, যাতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের আইনগত ও নীতিগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, “কর্তৃপক্ষ যদি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”এদিকে মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে স্থানীয়ভাবে ব্যাপক জনসচেতনতা তৈরি হয়েছে!!