নিজেস্ব প্রতিনিধি_মোঃ মাহফুজ মিয়াঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ২নং বড় বাকৈর পূর্ব ইউনিয়ন থেকে শুরু হয়ে ১নং বড় বাকৈর পশ্চিম ইউনিয়নের উপর দিয়ে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের মার্কুলী বাজার পর্যন্ত প্রায় ২৪ কিঃ মিঃ পাকা রাস্তা, রাস্তার উভয় পাশে প্রায় লক্ষাধিক উর্দু লোকের বসত বাড়ি এক সময় লোকজনেরা নৌ পথে নির্ভর হলে ও অত্র এলাকার লোকজন এখন সড়ক পথে যাতায়াত করেন নৌ পথ বর্তমানে বিলুপ্ত এ জন্য সড়ক পথ ছাড়া আর কোন বিকল্প রাস্তা বের করা সম্ভব নয়।
প্রতিদিন প্রায় হালকা,ভারি, মোটর বাইক অটো রিক্সা সহ হাজার হাজার যানবাহন চলাচল করে এ পথ দিয়ে, বর্তমানে প্রায় সকল জায়গায় গর্ত হওয়াতে যানবাহন একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। যে পথ অটো দিয়ে অতিক্রম করতে ১০/১৫ মিনিট লাগতো সেই পথ বর্তমানে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তাও আবার জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করছে । এত মানুষ এ রাস্তা থেকে সুবিধা বঞ্চিত অথচ ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ কারো যেন কোন ধরনের দায়িত্ব নেই। স্থানীয় এলাকার লোকজন উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয় নির্বাহী প্রকৌশলী,এলজিইডি, হবিগঞ্জ ও উপজেলা প্রকৌশলী , নবীগঞ্জ ও বানিয়াচং মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ ও বানিয়াচং মহোদয়ের সহযোগিতা কামনা করেন অত্র এলাকার লোকজন।