আব্দুল কাইয়ুম_নিজেস্ব প্রতিনিধিঃ
নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের রমজান পুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলামের একমাত্র মেয়ে লিলি’র আজ গায়ে হলুদ সন্ধ্যা, সে ধর্ম অনুযায়ী কোরআন পড়া সম্পূর্ণ করে এবং উচ্চ মাধ্যমিক সমমান লেখাপড়া সম্পন্ন করেন। ইসলামের রীতিনীতি মেনে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ ইং উনার বাড়ি রমজনপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন, এতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এলাকার সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক পুলিশ প্রশাসন আমন্ত্রিত মেহমান উপস্থিত থাকবেন, বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর উপস্থিতি মেহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে নবদম্পতির প্রতির আগামী দিনগুলো যেন সুখ শান্তি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সংসার জীবন পরিচালনার মাধ্যমচে সুখে থাকেন, এ কথা বলে কাজী ইমাম সহ জনসম্মুখে দুয়া সম্পূর্ণ করেন।স্বামীর শরণাপন্ন করে দিবেন, লিলি ‘র বাবা ও মা,
গায়ে হলুদ দেওয়ার চল কিন্তু বৈদিক আচার নয়। কাঁচা হলুদ প্রাকৃতিকভাবে জীবাণুনাশক। হলুদ ত্বকের সংক্রমণ দূর করে। শরীরে তাপের ভারসাম্য তৈরিতে সাহায্য করে। বিয়ের সময় বর-কনের শরীর ভালো রাখার জন্য, সংক্রমণ থেকে বাঁচাতে হলুদ মাখানোর রীতি আছে। বর কনের গায়ে হলুদ মাখাকে কেন্দ্র করে বাড়ির ছোট-বড় সবাই মিলে উৎসবে মেতে ওঠে।