মোঃ মাহফুজ মিয়া_নিজেস্ব প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মহানগর তাঁতীদল রবিবার বিকেল ৪ টায় শহরে বিক্ষোভ মিছিল করছে ।
তাঁতীদল ময়মনসিংহ মহানগর তাঁতী দল কর্তৃক আয়োজিত ২০ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়,সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ নহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম,ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন আহমেদ ।সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর তাঁতীদলের আহ্বায়ক ডাক্তার জাহাঙ্গীর আলম।অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সদস্য সচিব আনোয়ার পারভেজ।
এসময় বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তাঁর বিরুদ্ধে অপমানজনক বক্তব্য জাতির গৌরবকে ছোট করার শামিল।” বক্তারা আরও বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যাচার ও অপমানের জবাব গণআন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে ।