বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বড় শীতলাই গ্রামের মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে মনিরুজ্জামান চৌধুরী (৪৮) ও একই গ্রামের বাসিন্দা শারমিন মাহবুবের মধ্যে উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রায় ২৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল,এই বিরোধের জের ধরে গত ৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে শারমিন মাহবুবের কর্মচারী ও প্রাইভেটকার চালক আমিনুল ইসলাম (৩৭) সাইকেলযোগে মালিকের জমির ফসল দেখতে গিয়ে চাকাই গ্রামের আওয়ালের লিচু বাগানের সামনে পৌঁছালে তার উপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আওয়ালের ছেলে আলমগীর হোসেন (৩৮), ইউনুস আলীর ছেলে আমিনুল (৩৩), আজিমউদ্দিনের ছেলে তাজির (৩০) এবং নাইদ্দার ছেলে ময়নুল (৩০) দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে আমিনুলের গতিরোধ করে। এক পর্যায়ে তারা আমিনুলকে লাঠি, লোহার রড, ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় তার নাকে কামড়ও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে,আমিনুলের চিৎকারে স্থানীয় আহাত আলী ও সামছুল ওরফে বাটুসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত আমিনুলকে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এ ঘটনায় আহত আমিনুলের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় ওইদিনই একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪/৭৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।