1. news@dainikinatganjerdak.com : দৈনিক ইনাতগঞ্জের ডাক 🌍 : দৈনিক ইনাতগঞ্জের ডাক 🌍
  2. info@www.dainikinatganjerdak.com : দৈনিক ইনাতগঞ্জের ডাক :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের পরিদ্র সরকার সুপারী গাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা সম্পন্ন কালেঙ্গায় বন_বন্যপ্রাণী রক্ষায় ও মৌসুমে আগুন প্রতিরোধে ভিলেজারদের করণীয় তুলে ধরলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে প্রথম বারের মত জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ সম্পূর্ণ ইনাতগঞ্জ পূর্ববাজার ‘ইসরাত ফুড’ বেকারি_কে অস্বাস্থ্যকর খাবার উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা ইনাতগঞ্জ কসবা গ্রামের সুফি মিয়া হত্যা’য় এক জন_কে যাবতজ্জীবন কারাদণ্ড ও দশ জনকে খালাস প্রদান করে আদালত মাধ্যমিক ও উচ্চ_মাধ্যমিক শিক্ষার্থীদের বৃত্তির টাকা ৩০ নভেম্বরের মধ্যে নির্ভুলভাবে এন্ট্রি করার নির্দেশনা মাউশি’র সারা দেশে নভেম্বর মাসে ১৩ হাজার ৫০০ সহকারী_সরকারি শিক্ষ শিক্ষিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালি চুনারুঘাটে মাদ্রাসার জমি বিক্রির অভিযোগে সভাপতি-সুপারের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

দিরাই পপুলার ডায়াগনস্টিক সেন্টার প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী অসহায় মানুষের ভরসার চিকিৎসা কেন্দ্র

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রতিষ্ঠানটি অল্প সময়ে সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবার নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।দিরাই একটি কৃষিনির্ভর জনপদ। এখানকার প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজ ও খেটেখাওয়া জীবনের সঙ্গে সম্পৃক্ত। প্রাথমিক স্বাস্থ্য সমস্যা দেখা দিলে জেলা শহর বা বড় কোন হাসপাতালে যাওয়া তাদের জন্য সময় ও অর্থ দুই দিক থেকেই কঠিন। আবার উপজেলা সরকারি হাসপাতালেও সবসময় কাঙ্ক্ষিত মানের সেবা না পাওয়ায় অনেকেই চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় থাকেন। এই প্রেক্ষাপটে পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবায় একটি বড় পরিবর্তন এনেছে।সাধ্যের মধ্যে উন্নত সেবা পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের মূল লক্ষ্যই হলো—সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা। এখানে রয়েছে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি, আধুনিক আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে মেশিন, উন্নতমানের পরীক্ষাগার এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিমিত পরিবেশ।সবচেয়ে বড় বিষয় হলো, প্রতিষ্ঠানটি রোগীদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে সকল ধরণের পরীক্ষার মূল্য নির্ধারণ করেছে। এখানে উচ্চমূল্যের পরীক্ষা ও চিকিৎসাও স্বল্প খরচে করা সম্ভব হচ্ছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য বড় সুবিধা নির্ভুল রিপোর্ট, উন্নত পরিবেশ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন রোগের সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও নির্ভুল রিপোর্ট প্রদান নিশ্চিত করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। দালালমুক্ত, ধূমপানমুক্ত পরিবেশ, রোগী ও স্বজনদের সঙ্গে শালীন ও সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা—এই সবই প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।মানুষের আস্থা ও ভালোবাসা প্রতিদিন এখানে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। কারণ, চিকিৎসার জন্য আর জেলা শহরে যেতে হচ্ছে না। হাতের নাগালে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সেবা পেয়ে এলাকাবাসী খুশি।

স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন, “আগে ছোট একটা সমস্যা হলেও শহরে যেতে হতো। এখন পপুলার ডায়াগনস্টিকে এসে পরীক্ষা করাই, রিপোর্টও সময়মতো ও সঠিক পাই।ব্যবসা নয়, মানবসেবা আমাদের লক্ষ্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিংকু চৌধুরী বলেন, “আমরা এই প্রতিষ্ঠান শুরু করেছি ব্যবসার উদ্দেশ্যে নয়, মানবসেবার ব্রত নিয়ে। চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা সহজলভ্য করতে। আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ বিষয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “এই অঞ্চলে প্রাইভেট খাতে গড়ে ওঠা সেবা ডায়াগনস্টিক সেন্টার সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।ভবিষ্যতের লক্ষ্য পপুলার ডায়াগনস্টিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও আধুনিক যন্ত্রপাতি সংযোজন, বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি, এবং নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবার এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে দিরাই অঞ্চলে একটি শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে ওঠবে বলে মনে করছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক ইনাতগঞ্জের ডাক-২০২৫। আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট