1. news@dainikinatganjerdak.com : দৈনিক ইনাতগঞ্জের ডাক 🌍 : দৈনিক ইনাতগঞ্জের ডাক 🌍
  2. info@www.dainikinatganjerdak.com : দৈনিক ইনাতগঞ্জের ডাক :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদ্রাসার জমি বিক্রির অভিযোগে সভাপতি-সুপারের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ  মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে ধানের শীষ  প্রতীকে চমক দেখাতে চান আলী আকবর চৌধুরী  নবীগঞ্জের ৭ নং করগাঁও ইউ/পি মেম্বার বদরুজ্জামান আপন ভাই বোনেকে প্রতিবন্ধী ও ভূমিহীন দেখিয়ে ভাতা গ্রহণের অভিযোগ বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ইনাতগঞ্জ পূর্ব বাজার স্টিলের ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ_দুর্ঘটনার আশংকা নবীগঞ্জের_সিলেট মহাসড়কে বাস চাপায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু শেরপুর জেলার শ্রীবরর্দীতে বিজিবির অভিযানে বিদেশী মদ উদ্ধার সিলেটের শেরপুর সেতু ধসে পড়ার আশঙ্কা অবৈধ বালু উত্তোলনে  বাহুবল উপজেলার রশিদপুরে কুপ সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

দিরাইয় ভাটিপাড়া ইউনিয়নে ঘর লূটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মাওলানা আবুল কাশেম 

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ পাভেল হাসান সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড় গ্রামে এক অসহায় পরিবারের ঘর লূটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা আবুল কাসেম চালপাড়ি।গতকাল বিকাল ৩:৩০ মিনিট এ দিরাইয়ের এক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাওলনা আবুল কাসেম চাতলপাড়ি বলেন, আমার আমন্ত্রনে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের কে জানাচ্ছি আন্তরের অন্তঃস্থল থেকে মোবারক বাদ ও শুভেচ্ছা।

আমি সুদীর্ঘ দুই বছর যাবৎ একটি দুর্বৃত্ত চক্রের দ্বারা নির্যাতিত হওয়া সত্ত্বেও আজকের মত আনুষ্ঠানিক ভাবে আপনাদের মুখোমুখি হয়নি। বরং গতানুগতিক ভাবে আইনের দ্বারস্ত হওয়া ও সামাজিক পঞ্চায়েত এর পেছনে ঘুরে বেড়াচ্ছি।

কিন্তু ইদানিং যখন থানা প্রশাসনের পরোক্ষ যোগ সাযসে আমি ও আমার পরিবারের উপর জুলুমের সকল মাত্রা ছাড়িয়ে গেছে সর্বোপরি আমার প্রতি-পক্ষ প্রেস কনফারেন্স করে সকল কৃত অপরাধকে আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে এবং মিথ্যার বেশাতি ছড়িয়ে আমার মানহানি ও চরিত্র হননের মত গর্হিত কর্ম-কান্ড চালিয়ে যাচ্ছে। দেশ-বিদেশে আমার মানক্ষুন্ন করছে, এমনই এক ক্রান্তিলগ্নে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মুখোমুখি হতে বাধ্য হয়েছি।

বিগত ১৯/০৪/১৯৮৭ ইংরেজী তারিখে চরনারচর নিবাসী জনাব প্রথম রঞ্জন রায় চৌধুরীর কাছ থেকে ১.৬২ শতক জায়গা আমার মরহুম পিতা সাফ কাবাল দলিল মূলে ক্রয় করেন, যা আমাদের পুরোপুরি জানা ছিলনা। পরবর্তীতে আমার বাড়ী সংলগ্ন পুকুর নিয়ে বিরোধ দেখা দিলে তখন দলিল ঘাটাঘাটি করে উক্ত দলিল পেয়ে যাই, কিন্তু খোজ নিয়ে জানতে পারি যে বিগত আর এস রেকর্ডে ৮১ শতক জায়গা বিক্রেতার নামে এবং অবশিষ্ট একাশি শতক জায়গা সরকারের নামে রেকর্ড হয়, তাই রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী রেকর্ড সংশোধনের জন্য সহকারী জজ আদালত দিরাই, সুনামগঞ্জ বরাবরে মামলা করি মামলা নং- ৪৬/২০২৪ ইং, এই থেকে শুরু। এই চক্রটি আমাকে নানা ভাবে হয়রানি শুরু করে এবং মামলা প্রত্যাহার করে তাদেরকে জায়গাটি হস্তান্তর করতে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে আমার সহপাটি ও বাল্য বন্ধু ইংল্যান্ড প্রবাসী ব্যারিষ্টার মাওলানা বদরুল হকের মাধ্যমে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্টার ব্যবস্থা হলে এলাকার মুরুব্বীদের নিয়ে গ্রামবাসীর সাথে আপসে বসে মাদ্রাসা প্রতিষ্ঠার স্বার্থে মুরুব্বীদের অনুরোধে জায়গা ফিরিয়ে দিতে সম্মত হলেও নিম্নোলিখিত দুর্বৃত্ত চক্রটি বেকে বসে। এবং আমার ভাইকে প্রস্তাব দেয় যে তাদের কে পাঁচ লক্ষ টাকা চাদা দিলে এ বিরোধের নিষ্পত্তি হবে এবং মাদ্রাসা প্রতিষ্ঠার সুযোগ দিবে।

এতে আমি সম্মত না হওয়াতে আমার উপর একের পর এক নির্যাতন শুরু করে। আপনারা অনেকে হয়ত অবগত আছেন যে, ইংল্যান্ডের কিছু সংস্থার মাধ্যমে দেশের গরীব অসহায়দের মাঝে সহযোগীতা ও সেবামুলক কাজ করে থাকি, অন্যান্য বছরের ন্যায় ২০২৫ এর জানুয়ারিতে যখন বার্ড চক্ষু হাসপাতালের মাধ্যমে ফ্রি চক্ষু শিবিরের ব্যবস্থা করি। তখন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া সত্ত্বেও আমাকে নির্ধারিত স্থানে তা করতে দেয়নি।

ফলে নিরূপায় হয়ে আমার বাড়ীতে করতে বাধ্য হই। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের বাড়ীর পার্শে অবিস্থিত দোকান’টি বিগত ১৫/০২/২০২৫ তারিখে দিবাগত রাত বারটায় ঘর সহ সকল মালা মাল লুটে নেয়। কথায় আছে “চুরের মায়ের বড় গলা” এত বড় অপরাধ করার পর ধারাবাহিক অত্যাচার নির্যাতন করে আমাকে বাড়ী ছাড়া করার পরও সংবাদ সম্মেলন করে গয়েব লসীও কায়দায় আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আইয়ুব খান, সুলেমান খান,তারিফ খান,সিরাজুল ইসলাম, ইউসুফ আলী, শিশি মোহন দাস, হিতলাল দাস, রেবতী কুমার দাস, বিকাশ দাস, গৌতম দাস,

আমি আইনশৃঙ্খলা বাহীনির কাছে বিনীত নিবেদন করছি দ্রুত চাদাবাজ ও লুটতরাজ চক্রের সদস্যদের গ্রেফতার করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক ইনাতগঞ্জের ডাক-২০২৫। আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট